শুরু হলো উদীচী’র তিন মাস মেয়াদী প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা

Documentary Workshopবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের আয়োজনে “তিন মাস মেয়াদী প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা-২০১৪” শুরু হয়েছে। গত ০৬ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ কর্মশালা। কর্মশালার উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাঁওজাল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার। কর্মশালার সাফল্য কামনা করে প্রবীর সরদার বলেন, উদীচী মূলত গণসঙ্গীতের দল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে নানা ক্ষেত্রে তার কার্যক্রম বিস্তার লাভ করেছে। তারই অংশ হিসেবে উদীচী’র কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ আয়োজন করেছে এ কর্মশালা। এর মাধ্যমে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে ব্যবহার করে দেশের সুস্থ সংস্কৃতির চর্চাকে আরো বেশি করে বেগবান করার চেষ্টা করবে উদীচী। শুভেচ্ছা বক্তব্যে বিশিষ্ট নাট্যজন শংকর সাঁওজাল বলেন, দেশের সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম আধার, অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন উদীচী। চলচ্চিত্র মাধ্যম সম্পর্কে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের ধারণাকে আরো বেশি স্পষ্ট করে তোলা এবং এর মাধ্যমে দেশে সুস্থ সংস্কৃতির চর্চাকে আরো গতিশীল করার জন্য উদীচী ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ভবিষ্যতে উদীচী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান উদীচী’র কেন্দ্রীয় সহ-সভাপতি শংকর সাঁওজাল। কর্মশালার দ্বিতীয় পর্বে “প্রামাণ্যচিত্রের প্রাথমিক ধারণা” বিষয়ে প্রশিক্ষণ দেন কাজী সালমান শীশ। আগামী তিন মাস উদীচী’র এ প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা চলার পর প্রশিক্ষণার্থীদের মাধ্যমে কয়েকটি মৌলিক প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেয়া হবে।