শিক্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল উদীচীর প্রতিবাদ সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, বিশিষ্ট সেতার বাদক ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আগামীকাল ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উদীচী’র কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর সংসদ ও এর আওতাভুক্ত বিভিন্ন শাখঅ সংসদের শিল্পী-কর্মীরা অংশ নেবেন। এছাড়াও, উপস্থিত থাকবেন সমমনা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একজন মুক্তমনা, প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী, সারাজীবন ধরে শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী চেতনার প্রসার এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মতো মহৎ কাজে নিয়োজিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক সংগঠন “হিন্দোল”-এর সভাপতি, সুন্দরম” নামে একটি সংগঠনের উপদেষ্টা এবং কোমলগান্ধার” সাহিত্য পত্রিকার সম্পাদক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায় উদীচী।

এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুসহ পাহাড় ও সমতলে নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধ করা এবং গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতি রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে আগামীকাল ২৫ এপ্রিল দেশব্যাপী আধাবেলা হরতালে সমর্থন দিয়েয়েছ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা এ হরতালের মূল দাবিসমূহের সাথে একাত্মতা প্রকাশ করছে উদীচী। তনুসহ সারাদেশে সকল নারী ও শিশু ধর্ষণ ও হত্যাকণ্ডের বিচার করতে হবে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল করতে হবে, হাইকোর্ট কর্তৃক প্রণীত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা কার্যকর করতে হবে, পর্ণোগ্রাফী ও মাদদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে এবং নারীর সামাজিক মর্যাদা, সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *