শাহবাগে প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো উদীচী

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য শাকিল আহমেদ অরণ্য এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধাদানের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, গত ০৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা উস্কানিতে উদীচী’র কেন্দ্রীয় সংসদের সদস্য শাকিল আহমেদ অরণ্যসহ গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর দু’দফা হামলা চালায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী একটি সংগঠনের একটি অংশের কিছু নেতা-কর্মী। এতে আহত হন মঞ্চের বেশ কয়েকজন কর্মী। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ করে মঞ্চের কর্মীদের আহত করা ছাড়াও বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সরকার ও পুলিশ প্রশাসনের এ ধরণের গণবিরোধী কর্মকাণ্ডকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন উদীচী’র সভাপতি ও সাধারণ সম্পাদক।

মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে বিরোধীতাকারী ও এদেশের মানুষের উপর নৃশংস অত্যাচার চালাতে পাকিস্তানি বাহিনীকে সহ্যায়তাকারী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর পুলিশের এ আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে মন্তব্য করেন উদীচী’র নেতৃবৃন্দ। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এছাড়া, ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যও সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।