শরীয়তপুরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা আন্দোলনে উদীচীর মানববন্ধন

শরীয়তপুরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা আন্দোলনে উদীচীর মানববন্ধন

সরদার আজিজুর রহমান রোকন: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা আন্দোলনে জনগণের অংশগ্রহণে উদীচী শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়েছে।
গত শুক্রবার বিকালে (১৬ সেপ্টেম্বর ২০১১) শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা-শরীয়তপুর মহাসড়কে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা সংসদের আয়োজনে ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা আন্দোলনে জনগণের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির শরীয়তপুর জেলা শাখার আহবায়ক এডভোকেট আবদুর রাজ্জাক সিকদার, উদীচী শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের সভাপতি এম এম আলমগীর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরদার আজিজুর রহমান রোকন, খেলাঘর শরীয়তপুর জেলা শাখার আহবায়ক শাহজালাল মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, ডাঃ নজরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক তারকনাথ কংসবণিক, নির্বাহী সদস্য সাঈদ মাহমুদ, সোনামদ্দিন সিকদার, শাহীদুল ইসলাম, শিশু শিল্পী অর্ক ভাওয়াল প্রমূখ।