রাজশাহীতে উদীচীর আয়োজনে রণেশ দাসগুপ্ত জন্মশতবর্ষ উদ্যাপন

রাজশাহীতে উদীচীর আয়োজনে রণেশ দাসগুপ্ত জন্মশতবর্ষ উদ্যাপন

সাংবাদিক-সাহিত্যিক রাজনীতিক ও উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশ গুপ্তর জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রণেশ দাশগুপ্ত ছিলেন অসাধারণ এক ব্যক্তিত্ব। সমাজ-সাহিত্য রাজনীতি ও সংস্কৃতিকে তিনি এক সূত্রে গেঁথে নিয়েছিলেন। বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামে সাম্যবাদী রাজনীতির কর্মী হিসেবে যেমন ভূমিকা রেখেছেন তেমনি শিল্প-সংস্কৃতির সংগ্রামেও প্রাণ সঞ্চার করেছেন। তাঁর সাহিত্যকর্ম আজ এক কালোত্তীর্ণ শিল্প সত্তায় উন্নীত। মানুষের শুভ জীবন ও সাম্যের ভিত্তিতে সংসার এই ছিল তাঁর জীবনদর্শন। রণেশ দাশগুপ্তর মানবিক বোধ, সততা সাহস ও সজাগ চৈতন্যের জন্য সমকালীন বাস্তবতায়ও তিনি সাধক। গত ২৭ জুলাই বিকেলে রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলী আর্সলান অপু। রণেশ দাশগুপ্ত শতবর্ষের উপলব্ধি শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শহিদুল্লাহ। আলোচনায় অংশ নেন ভাষাসৈনিক মোশারফ হোসেন আকুঞ্জী, ড. মোহাম্মদ নাসের, ড. সুজিৎ সরকার, অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, অধ্যাপক রাজীব ব্যানার্জী, রঞ্জু আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আলমগীর মালেক। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করে উদীচী রাবি সংসদ। এছাড়া রণেশ দাশগুপ্ত অনুদিত কবিতা আবৃত্তি ও তাঁর জীবনী পাঠ করা হয়।