ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ১৬ জানুয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় উন্মত্ত, উগ্র, ধর্মান্ধ মাদ্রাসা ছাত্রদের দ্বারা শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি, সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, তাঁর ব্যবহৃত বাদ্যযন্ত্র এবং স্মতিচিহ্ন ধ্বংস করা, জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে ভাংচুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সসহ রেলওয়ে স্টেশনসহ ও পুরো শহরে তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আগামীকাল ১৬ জানুয়ারি, শনিবার বিকাল সাড়ে চারটায় শাহবাগ মোড়ে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে উদীচীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের শিল্পী-কর্মীরা এবং সমমনা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। সংস্কৃতি রক্ষা তথা অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ে সামিল হওয়ার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের, সকল শ্রেণী-পেশার মানুষকে আগামীকালের কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আহবান জানিয়েছে উদীচী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *