বোয়ালখালী উদীচীর আয়োজনে নজরুল স্মরণ সভা

Boalkhali Udichi

অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে চিরবিদ্রোহী, জাতীয় কবি, বাংলার বুলবুল কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যু বার্ষিকী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বোয়ালখালী উপজেলা সংসদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন সারা দেশে ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি সমুহের প্রচন্ড আস্ফালনের মুখে অসাম্প্রদায়িক বিপ্লবী মানবতাবাদের শেষ ভরসা স্থল নজরুল ।গত ৪ অক্টোবর ,শুক্রবার বিকালে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন । উদীচী বোয়ালখালীর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মিলন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ,সাধারন সম্পাদক ডা: অসীম কুমার চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: চন্দন দাশ,বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড সুনিল চক্রবর্তী,সাবেক চেয়ারম্যান বাদল চন্দ্র দাশ ,শিক্ষক নেতা অধ্যাপক কানাই দাশ, উদীচী চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক সুনীল ধর,সহ-সম্পাদক জয় সেন ,বোয়ালখালী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলতাজ মিয়া,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড মোহাম্মদ আলী,প্রধান শিক্ষক বিশ্বজিত বড়–য়া, উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক প্রসুন চৌধুরী স্বাগত বক্তব্য দেন উদীচী বোয়ালখালী শাখার সহ-সভাপতি আমীর হোসেন । আলোচনা সভা শেষে মৃত্যুঞ্জয় দাশ ও কাকলী রুদ্রের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান “সুরের নৈবদ্য” অনুষ্ঠিত হয় ।