বল ভাই মাভৈঃ মাভৈঃ নবযুগ ঐ এল ঐ

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম

বল ভাই মাভৈঃ মাভৈঃ নবযুগ ঐ এল ঐ
এল ঐ রক্ত যুগান্তর রে
বল জয় সত্যের জয় আসে ভৈরব বরাভয়
শোন অভয় ঐ রথ ঘর ঘর রে ॥

রে বধির শোন পেতে কান
ওঠে ঐ কোন মহা গান
হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে ।
জগতে লাগলো সাড়া জেগে ওঠ উঠে দাঁড়া
ভাঙ পাহারা মায়ার কারা ঘর রে।
যা আছে যাক না চুলায় নেমে পড় পথের ধূলায়
নিশান দোলায় ঐ প্রলয়ের ঝড় রে ॥

সে ঝড়ের ঝাপটা লেগে ভীমাবেগে উঠুক জেগে
পাষাণ ভেঙে প্রাণঝরা নির্ঝর রে।
ভুলেছি পর ও আপন ছিঁড়েছি ঘরের বাঁধন
স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে
যারা ভাই বদ্ধ কুয়ায় খেয়ে মার জীবন গোঁয়ায়
তাদের শোনাই প্রাণজাগা মন্তর রে ॥