প্রতীক ব্যবহারের নিয়মাবলী

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
প্রতীক ব্যাবহারের নিয়মাবলী
সংগ্রামী বন্ধুরা,
স্বাধীনতা পরবর্তী সময়ে শিল্পী আমিন আহমেদ উদীচীর প্রতীক অঙ্কন করেন। ৪৪ বছর ধরে বিভিন্ন সময়ে এ প্রতীক বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে। গত ১ জুন ২০১২ কেন্দ্রীয় সংসদের সভায় সংগঠনের প্রতীক সারাদেশে সঠিক ভাবে ব্যাবহারের জন্য উত্থাপিত আলোচনার প্রেক্ষিতে সঠিক প্রতীক নির্ধারনের জন্য শিল্পী আনোয়ার হোসেন, শিল্পী মতলুব আলী, ড. আশরাফুজ্জামান সেলিম, শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস এবং শিল্পী প্রদীপ ঘোষের নেতৃত্বে একটি বিশেষ কমিটি নির্বাচন করা হয়। দীর্ঘ সময় ধরে আমরা উদীচীর বিভিন্ন সময়ে ব্যবহৃত প্রতীক পর্যবেক্ষণ করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক্ষেত্রে ১৯৮১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সম্মেলন এর প্রকাশনায় প্রকাশিত প্রতীক থেকে আজ পর্যন্ত প্রকাশিত সকল ব্যবহৃত প্রতীক গবেষণার মাধ্যমে সঠিক হিসেবে বিবেচিত করা হয়েছে  নিচের প্রতীকটি।

নাম সহ প্রতীক হবে

প্রতীক রঙ্গীন হলে প্রতীক হবে লাল এবং সংগঠনের নাম কালো।

ব্যাবহার করা যাবে

রিভার্স ব্যবহারের ক্ষেত্রে প্রতীক ও সংগঠনের নাম সাদা ব্যাবহার করতে হবে। ক্ষেত্র বিশেষে প্রতীক লাল ব্যাবহার করা যাবে।

সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে

যে সকল প্রতীক ভুল বলে বিবেচিত হবে