টাঙ্গাইল উদীচী’র গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আলোচনা সভা

একাত্তরের মনবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইল উদীচী’র নিজ কার্যালয়ে ১৯ জুলাই সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, আলোচ্যক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উদীচী’র উপদেষ্টা অধ্যক্ষ তপন বর্ধন, উদীচী’র সহ সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আমিনুর রহমান (টিটু), রিতা রানী মজুমদার ও জান্নাতুল নাইম তৃষ্ণা। আলোচ্যকবৃন্দ বলেন গোলাম আযম ’৭১ সালে যে অপরাধ করেছেন তা কোন সাধারণ অপরাধ নয়। তার অপরাধ অনেক বড়। আমাদের স্বাধীনতা আন্দোলনকে বিরোধিতা করেছেন। মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে তিনি মানুষকে হত্যা, লুন্ঠন, অগ্নিসংযোগ ও নারী নির্যাতোন করেছেন তার শাস্তি ৯০বছর হতে পারেনা। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডই তার প্রাপ্য ছিল। কিস্তু তা না হওয়ায় আজ অনেকের মনে নানা প্রশ্ন জন্ম নিয়েছে। সেই কারনে জনগণ এ রায় মেনে না নিয়ে তা প্রত্যাখান করেছে। ্