গাইবান্ধায় মুক্তিযুদ্ধের বিদেশী বন্ধু জুলিয়ান ফ্রান্সিসকে উদীচীর সম্মাননা

গাইবান্ধায় মুক্তিযুদ্ধের বিদেশী বন্ধু জুলিয়ান ফ্রান্সিসকে উদীচীর সম্মাননা
বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত ২৬ জুলাই একাত্তরের বিদেশী বন্ধু জুলিয়ান ফ্রান্সিসকে সম্মাননা প্রদান এবং একাত্তরের চিঠি পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী গাইবান্ধা জেলা সভাপতি জহুরুল কাইয়ুম। এরপর উদীচী জেলা সংসদ, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাব, গণ উন্নয়ন কেন্দ্র, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, শহীদ পরিবারের সন্তান, আরডিএস-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উদীচীর পক্ষ থেকে সংগঠনের সম্মাননাপত্র অতিথিকে তুলে দেন এডিসি জেনারেল রনজিৎ দাস ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার বাসুদেব বনিক ।
প্রথম পর্বে একাত্তরের চিঠি পাঠে অংশ নেন  জহুরুল কাইয়ুম, গৌতমাশিস গুহ সরকার, মাহমুদুল গনি রিজন, শিরিন আকতার, অর্চ প্রসাদ। আবহ সংগীতে ছিলেন চুনি ইসলাম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।