গাইবান্ধার নাট্য ব্যক্তিত্ব জহুরুল ইসলাম স্বপন আর নেই

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সহ-সভাপতি জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক, মেঘ দূত নাট্য সংস্থার সভাপতি, জহুরুল ইসলাম স্বপন আর নেই। গত ২২ অক্টোবর ঢাকার ডেলটা ক্লিনিকে অসুস্থ্য জনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই বোন আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। স্বপনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গাইবান্ধা শহরে শোকের ছায়া নেমে আসে, মাস্টটারপাড়া বাসভবনে শহরের সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতাকর্মী, মটর মালিক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে দেখার জন্য ছুটে আসেন। পরদিন ২৩ অক্টোবর বুধবার বাদ জোহর গাইবান্ধা পৌর গোরস্থান জামে মসজিদে জানানা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। স্বপনের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদর উপজেলার সভাপতি ময়নুল কবীর মণ্ডল, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির সভাপতি হাজী একরাম হোসেন বাদল, কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, সত্যেন সেন সংগীত বিদ্যালয়ের পরিচালক মশিউর রহমান, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি প্রমতোষ সাহা, সাধারণ সম্পাদক অসীম চৌধুরী গোপাল পৃথক পৃথক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।