গভীর শ্রদ্ধায় জ্ঞানসাধক সরদার ফজলুল করিমকে স্মরণ করলো উদীচী

Sardar Fazlul Karimগভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় বিশিষ্ট দার্শনিক, প্রাবন্ধিক, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং উদীচী’র উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক সরদার ফজলুল করিমকে স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ০৯ জুলাই’২০১৪, বুধবার বিকাল ৫টায় উদীচী’র কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে)-এ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উদীচী’র কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। এতে অধ্যাপক সরদার ফজলুল করিমের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক এ এন রাশেদা, উদীচী’র কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য মঞ্জুশ্রী দাশগুপ্তা এবং সরদার ফজলুল করিমের মেয়ে ডা. আফসানা করিম স্বাতী। এছাড়া, উদীচী’র কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর সংসদ ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা-সংসদের নেতা-কর্মীরা উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন। উদীচী’র সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন অধ্যাপক সরদার ফজলুল করিম-এর স্মরণ সভায়।

সভার শুরুতেই সরদার ফজলুল করিম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় আলোচকরা বলেন, একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন ব্রতী সরদার ফজলুল করিম ছিলেন এদেশের সকল প্রগতিশীল, মুক্তচিন্তার মানুষের কাছে বাতিঘরের মতো। তাঁর মৃত্যুতে এদেশের মুক্ত চিন্তার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। তবে, অধ্যাপক সরদার ফজলুল করিমের নির্দেশিত পথ অনুসরণ করে চলতে পারলে নতুন প্রজন্ম একটি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনেক দূর এগিয়ে যাবে বলে অভিমত প্রকাশ করেন তারা। স্মরণ সভাটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।