কালো রাজপথ যেন মনে হয়

কথা : মো. রফিকুজ্জামান
সুর : সুজেয় শ্যাম

কালো রাজপথ যেন মনে হয়
হাজার হাজার পলাশ হয়ে চেয়ে রয় ॥

সে কোন যাদুকর পথের উপর ফুটিয়েছে রক্ত পলাশ
বুকের রুধিরে পাষাণ ঘিরে রেখে গেছে ইতিহাস
রেখে গেছে দুঃখিনী মায়ের পরিচয় ॥

মায়ের দু’চোখে সে কোন পলকে বয়ে গেছে অশ্র“ নদী
সে নদী এসে মিলেছে শেষে রক্ত পলাশ অবধি
রেখে গেছে হারানো প্রাণের বিনিময় ॥