একক, যুগল আবৃত্তি ও প্রাণবন্ত আলোচনায় উদীচী’র আবৃত্তি অনুষ্ঠান মেঘ রৌদ্রের খেলার ২৫তম পর্ব উদযাপন

Megh Roudrer Khela- 25একক ও যুগল আবৃত্তি এবং বর্তমান বাংলাদেশে আবৃত্তি শিল্পের অবস্থান সম্পর্কে প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগ আয়োজন করলো এর নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান “মেঘ রৌদ্রের খেলা”-এর ২৫তম পর্ব। গত ২৩ মে’২০১৪ শুক্রবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় আবৃত্তি বিষয়ক ভিন্নধর্মী এ অনুষ্ঠান। “মেঘ রৌদ্রের খেলা”-এর ২৫তম পর্বকে স্মরণীয় করে রাখতে এবার বিশেষ আয়োজন করে উদীচী। অনুষ্ঠানের শুরুতেই ছিল “কালান্তরে আমাদের আবৃত্তিশিল্প ও তার বিকাশ” শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে আবৃত্তি শিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রাণবন্ত আলোচনায় মেতে ওঠেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী আশরাফুল আলম, গোলাম সরোয়ার, মো. আহকামউল্লাহ, মাশকুর এ সাত্তার কল্লোল এবং রেজীনা ওয়ালী লীনা। আবৃত্তি শিল্পের নানা সমস্যা, সঙ্কট ও সেসব সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথি।

আলোচনা সভার পর শুরু হয় ভিন্নধর্মী আবৃত্তি সন্ধ্যা। এতে কবিতা ও ছড়া আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন হরবোলা, উদ্ভাসন, উদ্ভাস, স্বরচিত্র, চারুকণ্ঠ, মুক্তবাক, স্রোত আবৃত্তি সংসদ, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, কথা আবৃত্তি চর্চা কেন্দ্রমহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীরা। এছাড়াও ছিল উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের শিল্পীদেও একক, যুগল ও দলীয় আবৃত্তি পরিবেশনা।