উদীচী ঢাকা মহানগরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর’২০১৫ বিকাল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা ভবনের ১০৫ নং মহড়া কক্ষে শুরু হয় সাধারণ সভা। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ-এর সভাপতিত্বে সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। এছাড়া, সাংগঠনিক প্রস্তাব পাঠ করেন ঢাকা মহানগর সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক রিপন আচার্য শিশির এবং সাধারণ প্রস্তাব পেশ করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক কংকন নাগ। এরপর উপস্থিত ঢাকা মহানগর সংসদের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তারা উদীচীর ভবিষ্যত কর্মসূচি এবং কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যের পর সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের নেতা-কর্মীরা। সবশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও অর্থ প্রতিবেদন পাশ করার মাধ্যমে শেষ হয় সাধারণ সভার কার্যক্রম। পুরো সভাটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক সুরাইয়া পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *