আয়রে আয় আয়রে আয় আয়রে কৃষক শ্রমিক

কথা: সিদ্দিক মোল্লা

আয়রে আয় আয়রে আয় আয়রে কৃষক শ্রমিক
দিন বদলের ডাক এসেছে আয়রে ছুটে আয়।
৪০ বছর স্বাধীন হলো ভাগ্যের বদল হলো না
ধনী আরো ধনী হলো তোমার আমার কিছু না ( গো)।
এবার মিলাও হাতে হাত, গড় সুন্দর এক সমাজ
গরীব দুঃখীর সবাই মিলে জোট বেধে সব ছুটে আয়
আয়রে আয় আয়রে আয় আয়রে কৃষক আয়রে শ্রমিক
দিন বদলের ডাক এসেছে আয়রে ছুটে আয়।
দিন বদলের ডাক এসেছে শাহাবাগের চত্বরে
হিন্দু-মুসলিম বৌদ্ধ-খৃষ্টান জোট বাধো দলে দলে
এবার ছাত্র-শ্রমিক কৃষক মিলে জোট বেধে সব ছুটে আয়
আয়রে আয় আয়রে আয় আয়রে ছুটে
পাগল সিদ্দিক ভেবে বলে কৃষক শ্রমিক ছাত্র ভাই
সমাজ বদল ছাড়া মোদের বাঁচার কোনো উপায় নাই
এবার নারী পুরুষ সবাই মিলে জোট বেধে সব ছুটে আয়
আয়রে আয় আয়রে আয় আয়রে কৃষক শ্রমিক
দিন বদলের ডাক এসেছে আয়রে ছুটে আয়।