আমরা পিরিত করি কার সাথে (ও ভাই)

কথা: সিদ্দিক মোল্লা

আমরা পিরিত করি কার সাথে (ও ভাই)
যে খায় আমার রক্ত চুষে প্রেম চলে কি তার সাথে
আমরা পিরিত করি কার সাথে।
বাদুরে সুপরি খায় চুষিয়া চুষিয়া
ধনীরা গরীবদের খায় তেমনই চুষিয়া (২)
ধনী গরীব এই ব্যবধান দেখতে পায় সমাজেতে
আমরা পিরিত করি কার সাথে।
মানুষে মুরগী পোষে যতনো করিয়া
অবশেষে খাই তারে জবাইও করিয়া
ধনীরা তেমনি খায় দেখতে পাই এই জগতে
আমরা পিরিত করি কার সাথে।
পাগল সিদ্দিক ভেবে বলে গরীব দুঃখী ভাই
এই রক্ত চুষার সমাজ ভেঙ্গে শান্তির সমাজ চাই
এবার গরীব দুঃখী সবাই মিলে জোট বাঁধ ভাই এক সাথে
আমরা পিরিত করি কার সাথে
যে খায় আমার রক্ত চুষে প্রেম চলে কি তার সাথে
আমরা পিরিত করি কার সাথে।