আজি সপ্ত সাগর ওঠে উচ্ছলিয়া

কথা : সত্যেন সেন
সুর : আলতাফ মাহমুদ

আজি সপ্ত সাগর ওঠে উচ্ছলিয়া
তোরা শুনতে কি পাস
দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা
উম্মাদ গর্জনে প্রাণ উল্লাস

শোষনের জুলুমের জিঞ্জির
জল পড়ে বন্দীনী পৃথিবীর
ওদ্যত্ত প্রহরন জাগে ঐ জনগন
দিগন্তে দিগন্তে অরুন আভাস

সাত সাগরের ঢেউ আচড়ে পড়ে
এক এক জ্বলে দ্বীপ আধার ঘরে
রণ দুন্দুভী বাজে ঐ মন্ত্র সরে উতলা করে প্রাণ
মুক্তির সেনানীরা ছুটে আয়
মৃত্যু ও জীবনের মোহনায়
জানি পথ দুর্গম তবু চল দুর্দম
মুক্তি রণ রোলে চেয়েছে আকাশ