কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে উদীচীর শোক

গতকাল (১৫ নভেম্বর) সোমবার রাত নয়টায় রাজশাহী শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করে গেছেন। একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বাংলা সাহিত্য ও প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উদীচীর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *